সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির পাইলটরা যেসব জঙ্গিবিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন, সেসব জঙ্গিবিমানের একাংশ আফগানিস্তানে ফেরত আনা হয়েছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চীয় বালখপ্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানান, আশরাফ গনির পতনের পর কিছু পাইলট বেশ কয়েকটি জঙ্গিবিমান নিয়ে উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়েছিলেন। খবর তোলো নিউজের।
তালেবানের পক্ষ থেকে ব্যাপক আলোচনার পর এসব জঙ্গিবিমান ফেরত দিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশগুলো।
বালখের বিমানবাহিনীর কমান্ডার আতাউল্লাহ উমারি বলেন, বিদেশ থেকে সব জঙ্গিবিমান ফেরত আনা যায়, বাকি বিমানগুলো ফেরত আনার চেষ্টা চলছে।
তালেবান এ পর্যন্ত বহুবার বিদেশে পালিয়ে যাওয়া বিমানবাহিনীর পাইলটদের দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছে।
এসব পাইলট তালেবানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার আশঙ্কায় দেশত্যাগ করেন।