রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেন গিয়েছিলেন বাংলাদেশি আকরাম হোসেন। এই যুদ্ধেই প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ওই যুবক। এখন তার মরদেহ দেশে ফেরত আনার দাবি জানাচ্ছে তার পরিবার।
নিহতের বাবা মোরশেদ মিয়া বলেছেন, “টাকার অভাব মেটাতে ভিনদেশে যুদ্ধে গিয়ে ছেলের প্রাণ যাবে এটা কল্পনাও করতে পারছেন না” তারা।
তিনি বলেন, “জানি ছেলেকে ফিরে পাবো না, তবে আমার ছেলের লাশটা যেন ফিরিয়ে দেয়া হয়। আমি নিজের ছেলেকে নিজ হাতে মাটি দিতে চাই।”
আকরামের পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চাচ্ছেন, তারা শিগগিরই এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবেন।
এই তথ্য জানিয়ে মোরশেদ মিয়া বলেছেন, তার ছেলে মূলত চীনের একটি কোম্পানিতে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় গিয়েছিল। পরে তাকে একটি চক্র টাকার বিনিময়ে কিনে নিয়ে একটি কাগজে স্বাক্ষর করিয়েছে। একই সাথে তাকে (আকরাম) রাশিয়ার নাগরিকত্ব দেয়ার প্রলোভন দেখিয়ে যুদ্ধে নেয়া হয়েছে।
এমন অবস্থায় আকরাম নিহত হওয়ার পর তার মরদেহ দেশে আনা সম্ভব কি-না সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। যদিও স্থানীয় প্রশাসন বলছে, মরদেহ দেশে আনতে পরিবারকে যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে সরকার।
ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেছেন, “যিনি নিহত হয়েছেন তার মরদেহ বর্তমানে কোথায় আছে সেটি জানতে হবে। পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত আনার উদ্যোগ নিতে উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে সহযোগিতা করতে চায়।”