ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের বিবাদ শেষ হয়েছে। ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে সম্মত হয়েছে স্বাগতিক পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা, চলবে ৯ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের সূচি ঘোষণার পর এবার অংশগ্রহণকারী দলগুলোকে স্কোয়াড ঘোষণার ডেডলাইন জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোকে আগামী ১২ জানুয়ারির মধ্যে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড আইসিসির কাছে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
তবে এরপরও দলগুলো চাইলে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। এর ঠিক এক মাস পর তথা ১২ ফেব্রুয়ারি আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে আট দল। তারা দুটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বে খেলবে। এর মধ্যে গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত।
গ্রুপ ‘বি’তে প্রতিদ্বন্দ্বিতা করবে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ। ভেন্যুগুলো হচ্ছে-লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। আর ভারত হাইব্রিড মডেল অনুযায়ী তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে।
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।