ঢাকায় ঝটিকা মিছিল বের করার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
শনিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।
ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার মাধ্যমে ‘জনমনে আতঙ্ক সৃষ্টি’ এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, রোববার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবকু পেজে ঢাকাসহ বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের মিছিলের বেশকিছু ভিডিও প্রকাশ করা হয়েছে।
গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার নামে থাকা সব মামলা প্রত্যাহার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, অর্ন্তবর্তী সরকারেরন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পদত্যাগ এবং নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের দাবিতে ঢাকা, খুলনা, কিশোরগঞ্জসহ বেশ কিছু জেলায় ওইসব মিছিল বের হয় বলে দাবি করেছে আওয়ামী লীগ।