মণিপুর রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সাথে কুকি উপজাতির লোকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কাংপোকপি জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
বিক্ষোভকারীরা রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপিতে পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে চলমান অর্থনৈতিক অবরোধের অংশ হিসাবে পরিবহন বন্ধ করতে চেয়েছিল। নিরাপত্তা বাহিনী তাদের পিছিয়ে হটতে বললে বিক্ষোভকারীরা কাংপোকপি জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে চলে যায় এবং ভবনে পাথর ছুঁড়ে। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি দিয়ে তাদের জবাব দেয়।
নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টার সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে।
সূত্র জানিয়েছে, কাংপোকপির পুলিশ সুপার (এসপি) এবং ভারতীয় পুলিশ পরিষেবা (আইপিএস) অফিসার মনোজ প্রভাকরসহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।
গত বছরের প্রায় পুরোটা সময় উত্তপ্ত ছিল মণিপুর। কুকি বনাম মেইতেই উপজাতিদের সংঘর্ষে এখনো পর্যন্ত ২৫০ জনের বেশি প্রাণ হারিয়েছেন মণিপুরে।