শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

১০ হাজার মানুষের ভোগান্তি, ১ কিলোমিটারে

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

দৈর্ঘ্য মাত্র এক কিলোমিটার। কিন্তু ভোগান্তি ১০ হাজারেরও বেশি মানুষের। এক দুই দিন নয় দীর্ঘ ২০ বছরেও মাটি থেকে উন্নতি করে ইট বসেনি রাস্তাটিতে। পাকা হওয়াতো অনেক দূরের কথা। আর এই ২০ বছর কাদা-মাটি ভেঙে রাস্তাটি ব্যবহার করছে চার গ্রামের ১০ হাজারের বেশি মানুষ।

রাস্তাটি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শহরতলী সংলগ্ন চর কাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পন্ডিত সড়ক। রাস্তাটির অবস্থান বসুরহাট পৌর এলাকা ৯নম্বর ওয়ার্ডের পাশেই। পৌরসভার পাশে হয়েও উন্নয়নের বাতাস লাগেনি এই গ্রামীন সড়কে।

তবে রাস্তাটি সংস্কার বা পাকা করণে আশার বানী শুনিয়েছেন জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্মকর্তারা। তবে ফলাফল শূন্য। ২০ বছর ধরে কাদা-মাটি ডিঙিয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। সবচেয়ে বড় ভোগান্তিতে কৃষকরা। সড়ক উন্নত না হওয়ায় ফসল ঘরে তুলতে এবং বিক্রি করতে বিপাকে পড়তে হয় তাদের।

বৃষ্টির সময়ে ভোগান্তি যেন চেপে বসে। চলাচল বন্ধ হয়ে যায় সকল প্রকার যানের। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধের উপক্রম হয় শিক্ষার্থীদের। চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলেও নেই কোনো ভালো ব্যবস্থা।

স্থানীয়রা জানান, শান্তিপাড়া, উকিল পাড়া, বিজয় নগর ও সিদ্দিীকিয়া বাজারের বাসিন্দাদের উপজেলা সদরে যাওয়ার একমাত্র পথ এই সড়ক। রাস্তাটি পাকা করণে একাধিকবার চেয়ারম্যান-মেম্বারকে লিখিত দিয়েছে গ্রামবাসী। তবে কোনো সুরাহা হয়নি।

বসুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী জানে-আলম বলেন, ‘এ সড়কটি আমাদের দুঃখ। আমি নিজে স্কুলে পড়া অবস্থায় এ সড়ক দিয়ে বর্ষাকালে কষ্ট করে গিয়েছি। অনেক সময় দুর্ভোগের কারণে স্কুলে যাইনি। কলেজে এসেও একই অবস্থা। সবকিছু পরিবর্তন হলেও অজানা কারণে এই সড়ক এবং আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না।’

স্থানীয় মাসুদ আলম জানান, এলাকাটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা। এখানেই অধিকাংশ সড়কই পাকা থাকলেও বসুরহাট বাজার সংলগ্ন এই সড়কের মাত্র এক কিলোমিটার সড়ক কেন কাঁচা রয়ে গেছে তার উত্তর কারো জানা নেই। তিনি এ বিষয়ে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

চর কাঁকড়া ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ শফিউল্যাহ সড়কটির কারণে এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, ‘সড়কটি পাকা করতে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার তালিকা দেওয়া হয়েছে। তারা করবে বললেও এখনও করেনি।’

কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাহাবউদ্দিন জানান, তিনি ওই এলাকায় একাধিকবার গিয়েছেন। সড়কটির জন্য একাধিকবার এলজিইডিকে অবহিত করেছেন। তারা করে দিবেন বলেও আশ্বাস দিয়েছেন। এরপরেও পাকা না হওয়ায় তিনি নিজেই দুঃখ প্রকাশ করেন।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডির কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহফুজুল হোসাইন জানান, কয়েকটি সড়কের পাকা করণে তালিকা করে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে এই সড়কটিও আছে। আগামী অর্থবছরে এটি পাকা হবার সম্ভাবনা রয়েছে।

নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হক জানান, প্রতি বছরই অনেক কাঁচা সড়ক পাকা তারা করে থাকেন। কাঁচা সড়কের তালিকা শুধু কোম্পানগিঞ্জেই নয় পুরো জেলা থেকে তালিকা আসে। পাকা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.