একটি বিমান রাশিয়ার রাজধানী মস্কো যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের ২২ মিনিট পর বিমানটি আবার পূর্বের জায়গায় ফিরে আসে।
মঙ্গলবার কায়রো বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মিশরের এমএস-৭২৯ বিমান যাত্রী নিয়ে মস্কো যাচ্ছিল। কিন্তু চলতি পথে বিমানের সিটে অজ্ঞাত একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে হুমকিপূর্ণ বার্তা ছিল। তবে হুমকিপূর্ণ কী বার্তা ছিল খবরে সেটা উল্লেখ করা হয়নি।
আল আরাবিয়ার খবর অনুসারে, চিঠি পাওয়ার পর বিমানটি কায়রো বিমানবন্দরে ফিরে আসে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সবাই নিরপদে ছিল।