রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

কাশ্মীরে মামলা পাকিস্তানের জয় উদযাপন করায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

বিপক্ষে রোববার ঐতিহাকি জয় পায় পাকিস্তান। অতীতে বিশ্বকাপের মতো বড় আসরে ১২ বারের সাক্ষাতে হেরে যায় পাকিস্তান।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দুমড়ে-মুচড়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ১৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর, ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীরের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কিছু শিক্ষার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, তারা ভারতের পরাজয়ে উল্লাস করছেন।

এ সময় তাদের ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে উল্লাস করতে শোনা যায়। এ ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশ শ্রীনগরের সৌরা পুলিশ স্টেশনে একটি মামলা করেছে।

পুলিশের ভাষ্যমতে, শের-এ কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের আবাসিক চিকিৎসকরা পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে এবং আতশবাজি ফুটিয়ে পাকিস্তানের জয় উদযাপন করেছে।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৫ ও ৫০৫তম ধারা এবং অবৈধ কর্মকাণ্ড নিরোধ আইনের ১৩তম ধারা মোতাবেক অভিযোগ গঠন করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিংকে এ ঘটনার সততা স্বীকার করে বলেন, আমরা এ মামলায় দুটি এফআইআর দাখিল করেছি। আবাসিক হলগুলোর পরিচালক, ম্যানেজমেন্ট ও শিক্ষার্থীদের মধ্যে আমরা ভিডিও দেখে যাদের চিহ্নিত করতে পেরেছি, তাদের সবার নামই মামলায় উল্লেখ করেছি।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.