শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

সরকারের সঙ্গে বসবে বিসিবি সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেতে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে দেশে আসতে পারেননি। ছিলেন না আফগানিস্তান সিরিজ ও ওয়েস্টি ইন্ডিজ সফরেও। একই কারণে খেলতে পারছেন না বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

লাল-সবুজের জার্সিতে সাকিবের ক্যারিয়ারের প্রদীপ যেন নিভে গিয়েছিল। কিন্তু না, তাতে আশার আলো জ্বালালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার (০৩ জানুয়ারি, ২০২৫) বিপিএলের ম্যাচ চলাকালীন প্রেসবক্স পরিদর্শনের পর সাংবাদিকদের সাকিবের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে কথা বলেন বিসিবি প্রেসিডেন্ট। ফেব্রুয়ারিতে দুবাই ও পাকিস্তানে হবে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশও।

আরো পড়ুন:

ফারুক আহমেদ বলেছেন, “সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।”

সাকিব টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েছেন। দেশে এসে টেস্ট খেলে জার্সি তুলে নেওয়ার ইচ্ছা ছিল। সেই বাসনা পূরণ হয়নি। ওয়ানডেতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করে সাকিবের ইতি টানার পরিকল্পনা। পঞ্চাশ ওভারের ক্রিকেট থেকে এখনো অবসর গ্রহণ না করায় সাকিবের খেলার সম্ভাবনা রয়েছে বলে দাবি করলেন ফারুক আহমেদ, “সাকিব এখনও অবসর নেয়নি, তেমন কিছু হয়নি। যদি অবসর নিয়ে ফেলত, তাহলে বলতাম যে সাকিব এখন আর নেই। তার যে ইস্যুগুলো আছে… সে তো মাঝেমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে ওইটা কী করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই। এটা আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় থেকে যদি নিদের্শনা আসে, ওর যে সমস্যাগুলো আছে, ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিতে পারে। তার পর তার ফিটনেস, মানসিক অবস্থা, এসব নির্বাচক কমিটি দেখে ঠিক করবে।”

কবে নাগাদ বৈঠক হবে এসব নিয়ে বিস্তারিত কিছু বলেননি ফারুক। সাকিবের সঙ্গে কিছুদিন আগেও নিয়মিত যোগাযোগ ছিল বোর্ড সভাপতির। মাঝে বিরতি পড়ায় সাকিবের খোঁজ-খবর নেওয়া হয়নি ফারুক আহমেদের। চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলার ইচ্ছা আছে সেই কথাও বলেছেন তিনি, “একটা ছেলে ১৭ বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক। সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।”

দেশের বাইরে চ্যাম্পিয়নস ট্রফি হওয়াতে সাকিবের খেলার জটিলতা থাকার কথা নয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরও সাকিব দেশের হয়ে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজে সাকিবের খেলা হয়নি ব্যক্তিগত কারণে। চ্যাম্পিয়নস ট্রফিতে বিসিবি চাইলে সাকিব খেলতে পারেন বিষয়টা তেমন সহজই হওয়ার কথা। ফারুক আহমেদ বিপিএলের মাঝে আলোচনা সেরে নেওয়ার কথা বললেন, “আর চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিপিএলের মাঝেই এই বিষয়টি নিয়ে আলোচনায় বসব।”

দেশে আসতে না পারার বিষয়টি ছাড়াও সাকিবের বোলিং নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সারের হয়ে কাউন্টি খেলার পর তার বোলিং নিয়ে আম্পায়াররা অভিযোগ করেন। পরবর্তীতে ইংল্যান্ডে টেস্ট দিয়ে ত্রুটি ধরা পড়লে নিষিদ্ধের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ডিসেম্বরের ২০ তারিখের পর চেন্নাইতে আবার বোলিংয়ের পরীক্ষা দেন। এখন পর্যন্ত এই পরীক্ষার ফল বের হয়নি।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’ তে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে, দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.