রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

হামাসের কৃতজ্ঞতা, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছে। এ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহর প্রশংসা করেছে।

জানা গেছে, মালয়েশিয়া ইসরায়েলকে পাত্তা না দিয়ে তাদের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একইসঙ্গে নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে থাকায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হামাস।

এর আগে সম্প্রতি ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী দাবি করেন, ওমান, তিউনিসিয়া, কাতার ও মালয়েশিয়া তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। এমন বক্তব্যের পর মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ দৃঢ়ভাবে এ ব্যাপারে নিজ দেশের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি বলেন, ফিলিস্তিনি জাতির স্বাধিকারের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত ছিল, আছে এবং সবসময় থাকবে। সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সম্ভাবনা ও পরিকল্পনা কুয়ালালামপুরের নেই।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.