রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার বালি, ভূমিকম্পে কেঁপে উঠল তিনজনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বালিতে ভূমিকম্পে অন্তত তিন জন মারা গেছে এবং আহত হয়েছে সাতজন। সেখানে চার দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ভূমিকম্প শুরু হলে মানুষজন দৌড়ে ঘরের বাইরে বের হয়ে আসতে থাকে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

করোনাভাইরাস মহামারির সময়ে বন্ধ থাকার পর দ্বীপটি পর্যটকদের জন্য খুলে যাওয়ার শুরুতেই ভূমিকম্পের ঘটনা ঘটলো।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক আট। বালি পোর্ট থেকে ৬২ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

সেখানকার সন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান জেড ডারমাডা বলেন, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে আমরা আরো খোঁজ নিচ্ছি। আহতদের মধ্যে কারো মেরুদণ্ড ভেঙে গেছে, আবার কারো মাথা ফেটে গেছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.