বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। ইতালির মিলানে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিলানের লিনেট বিমানবন্দর থেকে সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল ব্যক্তিগত ওই বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পর মিলান শহরের উপকণ্ঠে একটি ফাঁকা দোতলা ভবনে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়। এতে আটজন নিহত হয়। নিহতরা সবাই বিমানের যাত্রী ছিলেন।
বিমানের যাত্রীরা সবাই ফ্রান্সের নাগরিক ছিলেন বলে স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তারা প্রচণ্ড শব্দ শুনতে পান। এরপরই সেখানে আগুন লেগে যায়। আগুন লাগার পর আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ভবনের আশেপাশে থাকা কেউ আহত হয়নি বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা জিউসেপ জানান, প্রথমে তিনি আকাশে কোনো বিমানের ইঞ্জিন থেমে যাওয়ার মতো শব্দ শুনতে পান। প্রায় সঙ্গে সঙ্গে জোরে বিস্ফোরণের আওয়াজ পান। বিস্ফোরণের ধাক্কায় তার বাড়ির জানালার কাঁচগুলো কাঁপছিল। তখন তিনি জানালা খুলে আকাশে ধোঁয়া উড়তে দেখেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভবনের সামনে দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।