ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের সব ফর্ম (আন্তর্জাতিক, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিঘ) মিলিয়ে ১০ হাজার রান অতিক্রম করলেন তিনি।
নিজের ৩১৪তম টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ ওভারে জাতীয় দলের সতীর্থ যশপ্রীত বুমরার বলে ছক্কা মেরে এই মাইলফলকে পৌঁছান কোহলি। ১০ হাজার রান থেকে মাত্র ১৩ রান দূরে ছিলেন তিনি।
রোববারের ম্যাচে ৩২ বছর বয়সী ব্যাটার ২৯৯ ইনিংসে ব্যাট করতে নামেন। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৫১ রানে আউট হওয়ার পর ৪১.৬৫ গড়ে তার সর্বমোট রান ১০০৩৮।