নাইট রাইডার্সের জার্সিতে টানা সপ্তম ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও জায়গা হলো না তার। আবুধাবিতে টস জিতে এই ম্যাচে ব্যাটিং নিয়েছে কলকাতা।
ভারতে আইপিএল স্থগিতের আগে প্রথম তিন ম্যাচ খেলার পরের চারটি থেকে বাদ পড়েন সাকিব। সংযুক্ত আরব আমিরাত পর্বের শুরুতেও তাকে দেখা যায়নি। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের জায়গায় খেলছেন সুনীল নারিন। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বরুণ চক্রবর্ত্তী ও আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ে ৯২ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছিল আত্মবিশ্বাসী কলকাতা।
দ্বিতীয় ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। যেটি কলকাতা জিতেছে ৭ উইকেটে। হেড টু হেডে চেন্নাইয়ের চেয়ে বেশ পিছিয়ে তারা। ২৬ ম্যাচে ১৬টি জিতেছে চেন্নাই, আর কলকাতার জয় ৯টি। একটি ফল হয়নি।
৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে কলকাতা।