মোস্তাফিজুর রহমানের বোলিং আর অধিনায়ক সাঞ্জু স্যামসনের ব্যাটিং নৈপুণ্যের পরও হারল রাজস্থান রয়েলস।
৩৩ রানের জয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হটিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল দিল্লি ক্যাপিটাল।
১০ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে চেন্নাই।
শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজের গতি আর কাটারে বিভ্রান্ত হওয়া দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে ১৫৪ রানে ইনিংস গুটায়।
দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন দিল্লির সাবেক অধিনায়ক স্রেয়াশ আইয়ার। রাজস্থানের হয়ে মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ২২ রানে ২ উইকেট নেন।
১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় রাজস্থান রয়েলস। ১৭.২ ওভারে ৯৯ রানে ৬ উইকেট হারায় তারা।
ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই করে যান রাজস্থানের তরুণ অধিনায়ক সাঞ্জু স্যামসন। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে দলের পরাজয়ের ব্যবধান কমান তিনি। তার ৫৩ বলের ৮টি চার ও এক ছক্কায় গড়া ৭০ রানের সুবাদে ১২১ রান করতে সক্ষম হয় রাজস্থান।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৪/৬ ( স্রেয়াশ আইয়ার ৪৩, সিমরন হিতমায়ার ২৮, ঋষভ পন্থ ২৪; মোস্তাফিজ ২/২২, চেতন সাকারিয়া ২/৩৩)।