আফগানিস্তানের রাজধানী দখলে নেওয়ার পর কাবুল বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়েছে যুক্তরাষ্ট্রের সেনারা।
সোমবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এ গুলির ঘটনা ঘটে বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন।
বিশৃংখা থামাতে গুলি করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেছেন, জনতা নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশৃঙ্খলা থামাতেই শুধু গুলি ছোড়া হয়। খবর রয়টার্সের।
রোববার তালেবান বিদ্রোহীরা চারদিক থেকে দেশটির রাজধানী কাবুলে প্রবেশ করার পর থেকেই দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান হামিদ কারজাই বিমানবন্দরটিতে জড়ো হয়।
বেসামরিক লোকজন ও দূতাবাস কর্মীদের নিরাপদে দেশত্যাগে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সেনাবাহিনীর সদস্যরা বিমানবন্দরে কাজ করছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি এখানে ভয়ের মধ্যে আছি। তারা বারবার গুলি ছোড়ছে।
এএফপির খবরে বলা হয়েছে, বহু ফটোজার্নালিস্ট আফগানিস্তানের বিমানবন্দরে জড়ো হয়েছেন। তারা ভয়-ভীতি নিয়ে বিমানবন্দর হয়ে লোকজনের দেশত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
বিবিসি জানিয়েছে, ঘটনার সময় টারম্যাকে থাকা কয়েক হাজার আফগান নাগরিক দেশটি ছাড়ার প্রস্তুতি নেওয়া একটি উড়োজাহাজে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করে।
যুক্তরাষ্ট্রের ফ্লাইটগুলোতে দূতাবাস কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এতে অন্যান্যদের মধ্যে ক্ষুব্ধতা তৈরি হচ্ছে আর তাতে আরও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এবং বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।