বনানী থানার ওসি নূরে আযম সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক উদয় কুমার মণ্ডল বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার জিমির সঙ্গে ২২৫ পিস ইয়াবা পাওয়া গিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় গুলশান থেকে জিমিকে গ্রেপ্তারের পর রাতে গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ মাদক আইনে মামলা করার প্রস্তুতির কথা বলেছিলেন।
গত বুধবার কয়েক ঘণ্টা অভিযান শেষে পরীমণি এবং তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করে র্যাব। এরপর অভিযান চলে বনানীতে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়িতে। সেখান থেকে রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে র্যাব আটক করে।
র্যাব সদর দপ্তরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পরীমণির বাসা থেকে উদ্ধার করা মদ ও মাদক দেখানো হয়।
পরীমণি আটক হওয়ার পর তার সঙ্গে ঘনিষ্ঠ আরও তিনজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে। মাদকের মামলায় পরীমণিকে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।