বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

নিরাপত্তা ঝুুঁকি নেই বিজয় দিবসে: ঢাকা রেঞ্জ ডিআইজি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেছেন, “বিজয় দিবসকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকার নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রায় তিনি হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।”

তিনি আরো বলেন, “পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলেও বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই।”

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।

ডিআইজি আওলাদ হোসেন বলেন, “মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় স্মৃতিসৌধে। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে আমিন বাজার থেকে।”

তিনি আরো বলেন, “শুধু সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, আশপাশে যে জেলাগুলো আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর গাজীপুর মেট্রো এসব এলাকাও আমাদের নিরাপত্তা বলয়ে চলে আসবে।”

আওলাদ হোসেন বলেন, “পোশাক-সাদা পোশাকে, এবিপিএন সব স্তরের নিরাপত্তা ব্যবস্থাই আমরা রেখেছি। যাতে ভিভিআইপিগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকরা সুশৃঙ্খলভাবে জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন।”

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.