সব বিষয়কে ভিত্তি করে নির্মিত হয় সায়েন্সফিকশন। এমন এমন সব বিষয় তুলে আনা হয় এসব ছবিতে, যার দেখা পাওয়া বাস্তবে এক প্রকার অসম্ভবই বটে! কিন্তু প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে অসম্ভব শব্দটা বেশি দিন টিকবে বলে মনে হয় না।
এমন সন্দেহকে বাড়িয়ে দিয়েছে সম্প্রতি তৈরি করা একটি জানালা। যে জানালার মাধ্যমে সরাসরি ভাববিনিময় করছেন দুই দেশের দুই শহরের মানুষ।
শহর দুটি হলো লিথুয়ানিয়ার ভিলনিয়াস এবং পোল্যান্ডের লুবলিন। দুই শহরের মানুষ যেভাবে ভাববিনিময় করছেন, তা দেখে যে কারও মনে হতে পারে এটি বাস্তবে নয়; বরং যেন সায়েন্সফিকশন।
যে জানালা এ দুই শহরের মানুষকে ভাববিনিময়ের সুযোগ করে দিয়েছে, তার নাম দেওয়া হয়েছে ‘পোর্টাল’।
এটি পর্যটনকে বিকশিত করতে ভিলনিয়াসের সরকারের উদ্যোগের অংশ।
‘পোর্টাল’ নামের এ জানালা তৈরি করেছেন বেনেডিকটাস গাইলিস।
গাইলিস বিবিসিকে বলেন, রিয়েল টাইমে পোর্টালের মাধ্যমে দুই দেশের দুই শহরের মানুষ ভাববিনিময় করতে পারবেন।
ভিলনিয়াসের অ্যালিনা গ্যাসকিনা নামের এক বাসিন্দা বলেন, এ সময়ে ভ্রমণ অবশ্যই চ্যালেঞ্জিং। এখন আপনি চাইলে এর মাধ্যমে ভার্চুয়ালি ভ্রমণ করতে পারবেন এবং মানুষের সঙ্গে ভাববিনিময় করতে পারবেন। এটা ভিন্ন দুটি শহর এবং সংস্কৃতির মানুষকে যোগাযোগের সুযোগ করে দিয়েছে।