ভারতীয় আদি রূপটির তুলনায় অনেক দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। ব্রিটিশ কর্মকর্তারা একে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ বলে ঘোষণা করতে পারেন। শুক্রবার বিবিসি ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞানীরা ভারতে পাওয়া ভ্যারিয়েন্টের নাম দিয়েছেন B.1.617.2। এর আদি রূপ হচ্ছে B.1.617। গত বছরের অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়েছিল। তবে পাবলিক হেলথ ইংল্যান্ড এর তিনটি রূপ চিহ্নিত করেছিল। এগুলোর প্রত্যেকটিতেই অল্পস্বল্প বিবর্তন হয়েছিল।
সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পাওয়া কেন্ট ভ্যারিয়েন্টের মতোই B.1.617.2 দ্রুত সংক্রামক