রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

চুক্তি প্রথমবার লঙ্ঘন করল পাকিস্তান নতুন যুদ্ধবিরতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মে, ২০২১

যুদ্ধবিরতি চুক্তি প্রথমবার লঙ্ঘন করেছে পাকিস্তান। জানা গেছে, গত সোমবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ভারতীয় সীমান্ত চৌকিতে গুলি ও গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, গত সোমবার ভোর ৬টা নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) লক্ষ্য করে পাকিস্তানি সেনারা হামলা চালায়।

বিএসএফ-এর কর্মকর্তারা বলছেন, তারা কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছেন এবং পাকিস্তানি আগ্রাসনের বিপক্ষে তা যথাযথ জবাব।

অথচ, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি অপ্রত্যাশিতভাবেই ভারত ও পাকিস্তান উভয় পক্ষই ঘোষণা করেছিল যে, উভয় পক্ষের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে মেনে চলবে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দীর্ঘ সময় ধরে ভারত-চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই গত ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি নতুন করে মেনে চলার ঘোষণা আসে ভারত-পাকিস্তানের মধ্যে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.