পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানটান উত্তেজনার আসন হচ্ছে নন্দীগ্রাম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন একসময় তারই হাতে গড়া বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকে এই আসনে দুই প্রার্থীর ভোট সংখ্যা প্রতিটি রাউন্ডেই ওঠানামা চলছে।
সকালের দিকে গণনায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থেকেই শুরু করেছেন। দুপুরের আগে দুই প্রার্থীর ভোটের ব্যবধান আট হাজারে পৌঁছে যায়। তবে এরপরই ব্যবধান কমে এক লাফে চার হাজারে নেমে আসে। দুপুরের পর থেকে এগিয়ে যেতে শুরু করে মমতার শিবির। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে সাড়ে ৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতার উদ্দেশে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, ‘মাননীয়াকে হাফ লাখ ভোটে হারাব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ট্যাম্প তৈরি করে রাখুন।’
ভোটে যেভাবে শুভেন্দুকে পেছনে ফেলে মমতা এগুতে শুরু করেছেন তা অব্যাহত থাকলে ‘হাফ লাখ ভোটে’ আর তাকে হারানো গেলো না।
জয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করে বৃহস্পতিবার দুপুরে কালীঘাটের বাড়ি থেকে কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তার জয় নিয়ে সংশয়ের কোনো কারণ নেই৷ গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস যেমন ভাল ফল করছে, নন্দীগ্রামেও জয়ী হবো৷ কোনওভাবেই হাল ছাড়া চলবে না৷ যে আসনগুলিতে দল পিছিয়ে, সেখানেও শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকতে হবে৷’