রোজার ঈদের আগে বেতন-ভাতা ও বোনাস দিতে গত বছর মহামারিকালে দেয়া প্রণোদনার মতই ঋণ চান তারা। তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রধান তিনটি মালিক সমিতি বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এজন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
দেশে ২০২০ সালের শুরুতে করোনা সংক্রমণ শুরু হলে রপ্তানিমুখী কারখানার এপ্রিল, মে, জুন ও জুলাই মাসের বেতন-ভাতা দিতে ১০ হাজার কোটি টাকারও বেশি প্রণোদনা ঋণ হিসেবে দেয় সরকার। মাত্র ৪ শতাংশ সুদের ওই ঋণে আছে ১২ মাসের গ্রেস পিরিয়ড। এতে আগামী আগস্টের আগে ঋণের কিস্তি শোধ করতে হবে না।
এবার পোশাক শিল্প মালিকদের সংগঠনগুলো অর্থ মন্ত্রণালয়ে যে চিঠি পাঠিয়েছে, তাতে গত বছরের মতোই একই রকমের সুযোগ সুবিধা চাওয়া হয়েছে।