বেড়েই চলেছে করোনার সংক্রমণ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা তার আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। টানা ৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখের বেশি। রবিবার আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। আর গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ২৭৬৭।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৬৯১, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট ১ লক্ষ ৯২ হাজার ৩১১ জন মারা গিয়েছেন।
দৈনিক সংক্রমণ এভাবে বৃদ্ধি পাওয়ায় লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ লাখ ২৯ হাজার ৮১১। দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৬ লাখ ৮২ হাজার ৭৫১। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ২০.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৬.১০ শতাংশ।
সেই সাথে গত তিন দিনে ভারতে টিকাকরণের সংখ্যাও কমেছে। শুক্রবার দেশে ৩১ লাখ ৪৭ হাজার ৭৭৬ জনকে টিকা দেওয়া হয়েছিল।