করোনা মহামারীতে স্থবির বিশ্ব যখন আবারো মাথা তুলে দাড়াতে চেয়েছিল তখন আবারো লকডাউন। ধ্বংসস্তুপের নিচ থেকে মাথা তুলতে চাওয়া মধ্যবিত্ত আজ ধ্বংসই প্রায়। আর নিম্নবিত্ত কিংবা সহায় স্মবলহীনদের অবস্থা আরো নাজুক। গতবার যারা ত্রান বা সাহায্যে এগিয়ে এসেছিল এইবার তারাও আসছেনা। ফলে না খেয়েই দিন পার করছে ছিন্নমূল মানুষ। ময়মনসিংহ রেল স্টেশনে অবস্থান এমন প্রায় ১০০ জন ভিক্ষুক, কর্মহীন মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরন করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদীয়মান কর্মী কাউছার আজম রানা। প্রায় সব সময়ই এমন কাজে এগিয়ে আসেন তিনি।
এ প্রসঙ্গে রানা বলেন, ছিন্নমূল, কর্মহীন মানুষের পাশে দাড়াতে পেরে আমি খু্শি। যতটুকু পেরেছি সব সময়ের মত সামর্থ্য অনুযায়ী করেছি। আলহামদুলিল্লাহ।
মূলত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এর নির্দেশে ,
ময়মনসিংহজেলা ছাত্রলীগ এর উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ছিন্নমূল মানূষ ও কর্মহীন মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরন করেছি। আগামী দিনেও চেষ্টা করব অসহায় হতদরিদ্রদের পাশে থাকতে।