শেষ ষোলোর ম্যাচে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিগকে ২-১ গোলে হারিয়েছে ব্লুরা। আর স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে য়্যুভেন্তাস।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের ম্যাচে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিলের মাঠে নামে চেলসি। প্রথম লেগের ম্যাচেই লিলকে ২-০ গোলে হারিয়েছিল ব্লুরা। তাই এই ম্যাচে অনেটকাই চাপমুক্ত টসাস টুখেলের ছেলেরা। এগিয়ে থাকা চেলসি শুরুতেই হজম করে একটা গোল। লিলের টার্কিস স্ট্রাইকার বরিক ইলমাজ পেনাল্টি পেয়ে করেননি কোন ভুল।
ফাস্ট হাফেই ম্যাচে ফেরে চেলসি। আমেরিকান উইংগার ক্রিস্টিয়ান পুলিসিস সমতায় ফেরান টসাস টুখেলের দলকে।
ম্যাচে শেষ হওয়ার বেশ আগেই কোর্য়াটার প্রায় নিশ্চিত চেলসির। এরপরও ওরা করে আরও একটা গোল। এবার ক্যাপ্টেন আজপ্লেকুয়েতা বল পাঠান লিলের জালে। দুই লেগ মিলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্লুদের।
শেষ ষোলোর আরেক ম্যাচে স্প্যানিস ক্লাব ভিয়ারিয়ালকে আতিথ্য দেয় য়্যুভেন্তাস। প্রথম লেগের ম্যাচ ছিল ১-১ গোলে ড্র। তাই এই ম্যাচে যারা জিতবে তারাই যাবে পরের রাউন্ডে।
ম্যাচের ৭৮ মিনিটে হয় প্রথম গোল। পেনাল্টি থেকে স্কোর করেন জেরার্ড মোরেনো। ম্যাচের দ্বিতীয় গোলটা করেন ডিফেন্ডার পাও তোরেস। কর্ণার থেকে হেডে জুভেন্তাসের জাল কাপান এই স্প্যানিশ ডিফেন্ডার।
ম্যাচের অতিরিক্ত সময়ে হয় আরও এক গোল। এটি আবার পেনাল্টি থেকে। গোল করেন ডাচ উইংগার ডানজুমা। ২ লেগ মিলে ৪-১ এ হেরে বিদায় নেয় য়্যুভেন্তাস।