রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

প্রথম টি-২০ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Taj Afridi
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতে হারলেও টি-টোয়েন্টিতে দুই ম্যাচই জিততে চায় টাইগাররা। প্রস্তুতির কোনও ঘাটতি রাখেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। ওয়ানডে’তে ভাল করতে না পারলেও টি-টোয়েন্টিতে আফগানরা টাইগার ছেড়ে কথা বলবে না।

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে গতকাল বুধবার অনুশীলন শুরু করে বাংলাদেশ। হেড কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে স্কিল নিয়ে কাজ করেন লিটন, মুশফিকরা। অনুশীলনে হালকা চোট পেলেও সুস্থ রয়েছেন মুশফিক। মাঠে নামা নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে বলেও জানান হয়েছে।

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে ভালো শুরু করতে চান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি অভিষেক ঘটবে ইয়াসির আলীর। আন্তর্জাতিক অভিষেক হবে মুনিম শাহরিয়ারের।

আফগানিস্তান দল:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হজরতউল্লাহ জাজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রেহমান, করিম জান্নাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ, দারউইশ রসুল।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.