ফ্রেঞ্চ লিগ ওয়ানে হোম ম্যাচে সেন্ট এতিয়েনর মুখোমুখি হবে প্যারিসিয়ানরা। আর লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আতলেতিকোর প্রতিপক্ষ সেল্টা ভিগো। ২টা ম্যাচই শুরু রাত ২টায়।
ফ্রেঞ্চ লিগে মেসিদের হোম ম্যাচ। তাই ট্রেনিং গ্রাউন্ডেও ফ্যান্স ক্রাউড থাকাটাই স্বাভাবিক। লিগ শেষ হতে বাকি এখনো অনেক। তার পরও চোখ বন্ধ করে বলে দেয়া যায়। যদি অবস্তব কিছু না ঘটে তবে এবার পিএজির কাছ থেকে শিরোপাটা ছিনিয়ে নেয় এমন সাধ্য আছে কার।
২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট প্যারিসিয়ানদের। যেখানে দুইয়ে থাকা মর্সেইর মাত্র ৪৬। রাতে হোম ভেন্যু পার্ক দে প্রিন্সেসে সেন্ট এতিয়েনকে আতিথ্য দেবে পচেত্তিনোর ছেলেরা। যে দলটার বিপক্ষে শেষ ২৫ ম্যাচে কোন কোন হারের রেকর্ড নেই পিএসজির। ১৯টাতেই জয় আর ৬টা ম্যাচ হয়েছে ড্র।
রাতের ম্যাচের আগে প্যারিসিয়ানদের মূল ভাবনা ইনজুরি। স্প্যানিশ সুপারস্টার রামোস কবে ফিট হবেন কে জানে? মিডফিল্ডার পারেদেসও ইনজুর্ড। মাঝ মাঠের সেরা তারকা মার্কো ভেরাত্তি কার্ড সাসপেনশনে মিস করতেন ম্যাচ। তার পরও মেসি নেইমার, এমবাপ্পেদের সামনে এতিয়েনের টিকে থাকাই কষ্ট হবে।
এদিকে, লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ চলতি মৌসু্মেই চরম বাজে সময় পার করছে লিগে। খেলা হয়ে গেছে ২৫ ম্যাচ অথচ এখনো ওরা নাই টপ ফোরে।
হোম ম্যাচে আজ সিমিওনের ছেলেরা খেলতে নামবে সেল্টা ভিগোর বিপক্ষে। যাদের সাথে লিগে শেষ ৯ ম্যাচের একটাতেও হারেনি মাদ্রিদের দলটা। চ্যাম্পিন্স লিগে খেলার দৌড়ে টিকে থাকতে জয়ের ছক কষেই নামবে আতলেতিকো মাদ্রিদ।