২৭ দেশের নেতাদের সঙ্গে কথা বলে কোনো সাড়া পেলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ আগ্রাসনের মুখে সামরিকভাবে অনেকটা একা লড়াই করতে হচ্ছে তাকে।
তিনি বলেন, কারও কাছ থেকে তিনি সহায়তা চেয়ে পাননি। তবে তিনি রাশিয়াকে ভয় পান না।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে কথা ২৭ দেশের সঙ্গে কথা বলেছেন। তবে তারা নীরবতা পালন করেছে।
গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, সামরিক জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য ২৭ জন ইউরোপীয় নেতার সঙ্গে কথা বলেছেন কিন্তু কেউ ইতিবাচক উত্তর দেয়নি।
জেলেনস্কি বলেন, আমি ২৭ জন ইউরোপীয় নেতাকে জিজ্ঞাসা করেছি ইউক্রেন ন্যাটোতে থাকবে কি না… সবাই ভয় পায়, কেউ উত্তর দেয় না।