অব্যাহত রয়েছে তীব্র শীত আর কনকনে ঠাণ্ডা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
সকালে বিষয়টি জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
তিনি জানান, সকাল ৯ টায় দিনাজপুরে বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিলো ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।