বিশ্বকাপের সবশেষ আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা দলটি এরপর নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে।
কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নেয় বাবর আজমরা। বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করে পাকিস্তান।
বাংলাদেশ সফরে টানা দুই সিরিজ জয় নিয়ে পাকিস্তানের সহঅধিনায়ক শাদাব খান বলেন, আমরা বিশ্বকাপ থেকে অনেক গতি পেয়েছি, যা দলটিকে একক ইউনিটে পরিণত করেছে। যে কারণেই আমরা বাংলাদেশে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ জিততে পেরেছি।
তিনি আরও বলেন, কঠিন সময়ে পরিবারের সদস্যরা যেভাবে একে অপরকে সমর্থন করে, আমরাও একইভাবে একে অপরকে সমর্থন করি। একজন ব্যক্তি কখনো একা জিততে পারে না এবং সে একা হারেও না, পুরো দল জিতে বা হারে। আমরা প্রতিবারই নিজেদের এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি।
শাদাব খান বলেন, আমাদের প্রবীণদের অগণিত ত্যাগের কারণে স্বাধীনতা পেয়েছি, সুন্দর একটি পতাকা পেয়েছি।