বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন, নারীরা উন্নয়নের সহযোদ্ধা। বলেন, শুধু আইন দিয়ে নারী প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না, প্রয়োজন সমাজের দৃষ্টিভঙ্গি আর মানসিকতা পরিবর্তনের।
বক্তব্যের শুরুতে রোকেয়া পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান সরকার প্রধান। সেই সাথে স্মরণ করেন বেগম রোকেয়াসহ বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূতদের।
নারী সমাজকে সামনে এগিয়ে যেতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। নারীর ওপর সহিংসতা বন্ধে বিভিন্ন আইন করা হলেও, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অটিস্টিক বা তৃতীয় লিঙ্গের মানুষদের চাকরি দেয়া হলে সেই প্রতিষ্ঠানকে বিশেষ প্রণোদনা দেয়ার কথা জানান সরকার প্রধান।
আজ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন হওয়ায় অনুষ্ঠানে দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, শিক্ষা, নারী অধিকার, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীর হাতে তুলে দেয়া হয় রোকেয়া পদক-২০২১। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই পদক প্রদান করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বিজয়ীদের মাঝে পদক হস্তান্তর করেন।
পুরস্কার বিজয়ীরা হচ্ছেন- নারী শিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থসামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা।