আফ্রিদি কিংবা হাসান আলী নন, ঢাকা টেস্টে ঘাতক-রূপ ধারণ করে বাংলাদেশকে ধ্বসিয়ে দিয়েছে সাজিদ খান। বাংলাদেশের প্রথম ইনিংসে একাই ৮ উইকেট নিয়েছেন তিনি। এবার দ্বিতীয় ইনিংসেও আঘাত হেনেছেন এই স্পিনার। দুর্দান্ত খেলতে থাকা লিটন দাসকে সাজঘরে পাটিয়েছেন তিনি।
টেস্টের আজ পঞ্চম ও শেষ দিন চলছে। প্রতিবেদন লেখার সময় ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১২৬ রান। মুশফিকুর রহীম ৩৫ ও সাকিব আল হাসান ১৬ রানে ব্যাট করছেন। লিটন দাস বিদায় নিয়েছেন ৪৫ রান করে। ইনিংস পরাজয় এড়াতে আরো ৮৭ রান দরকার বাংলাদেশের।
এর আগে, প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানেই ৪ উইকেট হারায় টাইগাররা। সাজঘরে ফিরে যান দুই ওপেনার, ফিরেন দলপতি মমিনুল হকও। বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্তও।
প্রথম দুটি উইকেটই পড়েছিল দলীয় ১২ রানে। প্রথমে হাসান আলীর বলে বোল্ড হন অভিষিক্ত মাহমুদুল হাসান জয়। তার সংগ্রহ ৬ রান। এরপর শাহিন আফ্রিদির বলে এলবিডব্বিউয়ের ফাঁদে পড়েন শাদমান ইসলাম। ৭ রান করা মমিনুল হক হাসান আলীর দ্বিতীয় শিকারে পরিণত হন। ৬ রান করা শান্তকে ফাওয়াদ আলমের ক্যাচ বানান আফ্রিদি।
মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন ৪ উইকেটে ৩০০ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে আছে বাবররা। সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের।