মঙ্গলবার ভোররাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া ঘাট এলাকায় কোস্টগার্ডের অভিযান চালানো হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আব্দুল্লাহ (২৬)।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় কতিপত লোকজন মাদকের একটি বড় চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। এসময় আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি ছোট বস্তার ভিতর থেকে পাওয়া যায় ৪২ হাজার পিস ইয়াবা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।