রবিবার, ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক, অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ মামলার পরবর্তী শুনানি হবে ১৫ই ডিসেম্বর।
আলোচিত এ মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা আরমান বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া, লোকমানসহ চারজন জামিনে ও বাকি চারজন পলাতক। আর ক্যাসিনো বিরোধি অভিযানের সময় মানিলন্ডারিং আইনে বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলা করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সব আসামির সাজা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
২০১৯ সালে ২৫শে সেপ্টেম্বর আটক করা হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে। ওই বছরের ৭ই অগাস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব।