বুধবার নিউজ কর্পোরেশনের এক বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ে গুগল এবং ফেসবুকের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন মারডক। এ বিষয়ে তাৎপর্যপূর্ণ সংস্কার প্রয়োজন বলেও জানান তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
রুপার্ট মারডক বলেন, অনেক বছর ধরে আমাদের কোম্পানি বিশ্বব্যাপী বিগ ডিজিটালে নেতৃত্ব দিচ্ছে। গত কয়েক সপ্তাহে আমরা ফেসবুক এবং গুগলের যে কর্মকান্ডগুলো দেখেছি, তাতে এখনই তাৎপর্যপূর্ণ সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। তারা উভয়ই সব সময় একটি নির্দিষ্ট ধরনকেই গুরুত্ব দেয়।
এসময়, গুগলের ডিজিটাল বিজ্ঞাপণের বাজার ম্যানিপুলেট করার বিষয়ে ১০ বছর আগে রাষ্ট্রীয় অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার কথাও উল্লেখ করেন রুপার্ট মারডক। তিনি বলেন, ডিজিটাল বিজ্ঞাপণের বাজার ম্যানিপুলেট করার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আমাদের আরও পরিষ্কার ধারণা রাখা দরকার। বিজ্ঞাপণের জন্য কোম্পানিগুলোকে অতিরিক্ত মূল্য বহন করতে হয়, একারণে ক্রেতাকেও বেশি মূল্যে পণ্য ক্রয় করতে হয়।