বিশ্বের প্রতি দায়িত্বের কথা মাথায় রেখে যেকোন ধরনের সংঘাত এড়িয়ে চলবে যুক্তরাষ্ট্র ও চীন। সোমবার প্রথম ভার্চুয়াল বৈঠকে পারস্পারিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
করোনার উৎপত্তি, মানবাধিকার, সাইবার নিরাপত্তা ও তাইওয়ানসহ বিভিন্ন বিষয় নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই প্রথম ভার্চুয়াল বৈঠক মুখোমুখি হলেন বিশ্বের দুই ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট।
রুদ্ধদ্বার বৈঠকের আগে হোয়াইট হাউজের রুজভেল্ট কক্ষে কিছুক্ষণের জন্য বৈঠক পর্যবেক্ষণের সুযোগ পান সাংবাদিকরা। ভার্চুয়াল এই বৈঠকে দুই দেশের নেতার মুখেই ছিল গালভরা হাসি।
দুই দেশের প্রতিযোগিতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বের অন্য কোন দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেবিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বাইডেন। মিত্রদেশ গুলোর প্রতি নিজেদের প্রতিশ্রুতি রক্ষার উপর জোর দেন তিনি।
জো বাইডেন বলেন, দুই দেশ যেন কোন সংঘাতে না জড়ায় তা নিশ্চিত করা প্রেসিডেন্ট হিসেবে আমাদের দায়িত্ব। অন্য কোনো দেশ যেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।