বিশ্বকাপে দারুণ পারফর্ম করেও সেমির লড়াইয়ে কুপোকাত পাকিস্তান। তবে, সমালোচনা নয় প্রশংসার ফুলঝুড়ি সাথে নিয়েই সরাসরি বাংলাদেশে বাবর আজমের দল। নেক্সট মিশনে প্রতিপক্ষ টাইগাররা। বিশ্বকাপটা যাদের কেটেছে যাচ্ছেতাই। কিন্তু সাবেকদের মতে, নিজেদেরকে হালকা করে দেখার কোন সুযোগ নেই, দেখলেই ঘটতে পারে বিপদ।
ওয়াসিম আকরাম বলেন ,‘বাংলাদেশ বলবে আমরা কেন জিতি না? শুধু স্পিনই ভরসা করলে তো হবে না। পেস তো নাই’।
পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বলেন, ‘ছেলেদের আত্মবিশ্বাস বেড়েছে। তবে,অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না। ওটা ভিন্ন কন্ডিশন,ভিন্ন প্রতিপক্ষ। বাংলাদেশে আমাদের অনেক বেশি লেফট আর্ম স্পিন,অর্থোডক্স স্পিন ফেস করতে হবে। সেটার জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন।’
বিশ্বকাপে দুই দলের যাত্রা ছিল দুইরকম। গ্রুপ পর্বে বাংলাদেশ হেরেছে সব ম্যাচ। পাকিস্তান জিতেছে সবগুলোতে। তারপরও সাবেকরা মানেন টাইগারদের হারানোটা সহজ নয়।
পাকিস্তানি সাবেক খেলোয়াররা মনে করেন, ‘চ্যালেঞ্জটা সহজ হবে না। ঐ কন্ডিশনে শেখার অনেক কিছু আছে। স্কিলে উন্নতি ঘটানোর বেশ ভালো সুযোগ। শুধু স্পিনই না, মুস্তাফিজ বা শরিফুলরাও ঐ উইকেটে অনেক কার্যকর। বিশ্বকাপে যে স্ট্যান্ডার্ডটা সেট করা হয়েছে তার নিচে নামা যাবে না,উপরে উঠতে হবে’।
বাংলাদেশ ঘরের মাঠে কঠিন দল। বিশ্বকাপের হতাশা ভুলতে টাইগাররাও ঝাপাবে তাদের সবটা দিয়ে। পাকিস্তানকে তাই থাকতে হবে সতর্ক।