এ যেন এক যুদ্ধ পরিস্থিতি। সীমান্তে যে কোনো মূল্যে অনুপ্রবেশ ঠেকাতে বিপুল সামরিক সরঞ্জাম, সাঁজোয়া যান ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে পোলিশ সরকার।
সীমান্তে জড়ো হওয়া হাজারো শরণার্থীদের কোনোভাবেই সীমানা প্রাচীর অতিক্রম না করার নির্দেশ দিয়ে মাইকিং করেছে পোল্যান্ডের পুলিশ।
সীমান্তের তীব্র শীত থেকে রক্ষা পেতে কাঠ কেটে আগুন জ্বালিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন শরণার্থীরা। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে শিশুরা।
এদিকে, সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়ন ও ‘ন্যাটোর’ সহায়তা চেয়েছে পোল্যান্ড। রবিবার রাষ্ট্রীয় গণমাধমে এ বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেন, শুধু উদ্বেগ প্রকাশ করাই যথেষ্ট নয়। সংকট নিরসনে আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে। পুরো জোটকে একসঙ্গে কাজ করতে হবে।