বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক জোট এপেকে একথা বলেন তিনি। নিউজিল্যান্ডে আয়োজিত সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে তিনি একথা বলেন। শি বলেন, স্নায়ুযুদ্ধের সময়ের মতো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফের বিভাজন ও প্রতিরোধমূলক পরিস্থিতি তৈরি হতে দেয়া যাবে না। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৎপরতার ইঙ্গিত করে একথা বলেন তিনি।
আদর্শের ভিত্তিতে বিভাজন বা ভূরাজনৈতিক কারণে ছোট ছোট দল গঠনের চেষ্টা ব্যর্থ হবে বলেও হুঁশিয়ার করেন শি জিনপিং। এদিকে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে চীনের প্রেসিডেন্টের।