ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল নিষ্পত্তির আগেই ফাঁসি কার্যকরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার এসব কথা বলেন প্রধান বিচারপতি।
জেল আপিল খারিজ এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নামঞ্জুরের পর ফাঁসি কার্যকর হওয়া মকিম-ঝড়ুর আলোচিত জেল আপিল ‘অকার্যকর’ বলে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
এর আগে, শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘মকিম ও ঝড়ুর বিষয়ে বিস্তারিত না জেনেই আইনজীবী কথা বলেছেন। মামলা ও আদেশের বিষয়ে না জেনে ‘ব্লেইম দেয়া’ কোর্টের জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘আমরা একটা ফাঁসি দেয়ার আগে ১০ বার চিন্তা করি।’
এই বক্তব্যের প্রেক্ষাপটে পরে আসামিপক্ষের আইনজীবী আসিফ হাসান আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এর আগে, নিয়ম না মেনে আপিল নিষ্পত্তির আগেই মোকিম ও ঝড়ু নামের দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ ওঠে চুয়াডাঙ্গার কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে, পরবর্তীতে এ অভিযোগ সত্য নয় বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়। এমনকি এ বিষয়ে আইনমন্ত্রীও জানান, এ অভিযোগ সত্য নয়।