বিক্ষোভের কারণে মঙ্গলবার দেশটির পার্লামেন্টে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাধ্যতামূলক টিকা গ্রহণ ও লকডাউনসহ বিভিন্ন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়েছেন। দেশটিতে এধরণের বিক্ষোভের ঘটনা খুব কম হওয়ায় নিরাপত্তার অংশ হিসেবে অনেক রাস্তা বন্ধ রেখেছে পুলিশ। শান্তিপূর্ণ বিক্ষোভে নাগরিকদের টিকা নীতির বাতিলের জন্য স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি লকডাউন তুলে নিতে সরকারের প্রতি দাবি জানান তারা। ডেল্টার কারণে দেশটিতে এবছর করোনা সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে যায়।