ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম বলেন, করোনায় স্কুল খোলার রাখার এটিই সবচেয়ে সঠিক ও কার্যকর পথ। এতে অভিভাবকদের দুশ্চিন্তা দূর হবে। যুক্তরাষ্ট্রে সব স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্ট ৯০ শতাংশ মানুষকে এরইমধ্যে টিকা দেয়া বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এদিকে অস্ট্রেলিয়ায় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় সিডনিতে আবারও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্যানবেরায় এক বছর পর করোনা শনাক্ত হওয়ায় আজ থেকে এক সপ্তাহের লকডাউন দেয়া হয়েছে। লকডাউনের ঘোষণার পরপরই ক্যানবেরায় আতঙ্কিত হয় শুরু করেছে।
বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন সাড়ে ২০ কোটির বেশি মানুষ।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৩ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ২০৩ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৮ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৬০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।