আর্থিক সংকটের মুখে পড়া ক্লাবটির সামনে লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করার মহা চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধানে ন্যু ক্যাম্পের তারকা খেলোয়াড়দের বেতন কমানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদন করেছে একাধিক স্প্যানিশ গণমাধ্যম।
গত ৩০ জুন থেকে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে মেসির। আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন ফ্রি এজেন্ট। চাইলে কোনও খরচ ছাড়াই যে কেউ তাকে দলে টানতে পারে। কিন্তু ন্যু ক্যাম্পে তার থাকার সম্ভাবনা এখনও শেষ হয়নি। নতুন চুক্তির ব্যাপারে আলাপ করে যাচ্ছেন ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা।
তবে মেসির থাকার ব্যাপারে সিনিয়র খেলোয়াড়রা সহায়তা করতে পারেন কম বেতন নিয়ে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে তা হতে যাচ্ছে না। প্রত্যেক ক্লাবের জন্য লা লিগা বেতন কাঠামো তৈরি করেছে, তাতে করে বার্সা তাদের শীর্ষ উপার্জনকারীদের বেতন না কমিয়ে মেসিকে বড় প্রস্তাব দিতে পারবে না।
সাংবাদিক ভিক্তর নাভারোর প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তে সমর্থন নেই দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের। চুক্তির বাইরে যেতে চান না তারা।
লা লিগার নতুন মৌসুম শুরু হতে আর এক মাস বাকি।