আমেরিকায় দুই ম্যাচে প্রথম জয় পাওয়ার পর আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ যেন হাওয়ায় উড়ছেন। শনিবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে বেশ চাপেই ছিল আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়া এবং কোপা আমেরিকার প্রথম ম্যাচে তারা চিলির বিপক্ষে জিততে পারেনি। পরপর তিন ম্যাচ ড্র হয়েছিল। তাই অনেকদিন পর একটা জয় পেয়ে আর্জেন্টিনা শিবিরে আনন্দ।
শনিবারের ম্যাচে লুইস সুয়ারেসের উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট থেকেই গোল করে দলকে জয় এনে দিয়েছেন গুইদো রদ্রিগেজ। ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গোলকিপার মার্টিনেজ বলেছেন, ‘আমরা এখানে কোপা জিততে এসেছি। আমরা এই লক্ষ্যপূরণের স্বপ্ন দেখি। আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়, ভালো একজন কোচ আছেন যিনি প্রতি ম্যাচে দারুণ পরিকল্পনা সাজান। আমাদের স্কোয়াডটা দুর্দান্ত। এখানে সবাই নিজের কাজটা ভালোভাবে শেষ করতে চায়।’
কোনো প্রতিপক্ষকেই ভয় পান না জানিয়ে মার্টিনেজ আরও বলেছেন, ‘আমরা কোনো দলকে ভয় পাই না। সব দলের জন্যই আমাদের শ্রদ্ধা রয়েছে, আমরা ম্যাচ ধরে ধরে এগুচ্ছি। আমরা দল হিসেবে জয় পেতে ব্যর্থ হচ্ছিলাম। এ ম্যাচের আগে আমরা ভালো অবস্থায় ছিলাম না। আমরা ভালো খেলছিলাম কিন্তু জয় পাচ্ছিলাম না। আমার মতে, চিলির বিপক্ষে ম্যাচের চেয়ে আজকে আমাদের পারফরম্যান্স আরও দৃঢ় ছিল। বিশেষ করে রক্ষণভাগে ভালো খেলেছি। আজকে আমরা ভালোভাবে রক্ষণ সামলেছি এবং পরে আক্রমণে উঠেছি।