রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

চিকিৎসা অবহেলায় মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ, স্বজনদের উপর হামলা

Taj Afridi
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১

গতরাত সাড়ে দশটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার হুগরা এলাকার মুক্তিযোদ্ধা নুর ই খোদা রায়েজ বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় তাকে তাৎক্ষনিক চিকিৎসা সেবা না দিয়ে ফ্লোরে ফেলে রাখা হয়। পরে মুক্তিযোদ্ধা পরিচয় দিলে সার্টিফিকেট দেখতে চান হাসপাতাল কর্তপক্ষ। পরে বাড়ি থেকে সার্টিফিকেট নিয়ে আসলে একটি ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। এ সময় কর্তব্যরত নার্স একটি ইনজেকশন দিতে হবে বলে স্বজনদের কাছ থেকে সাড়ে ৪হাজার টাকা নেন। টাকা দেয়ার পর অসুস্থ্য মুক্তিযোদ্ধাকে ইনজেকশন দেয়া হলেও কোন ডাক্তার তাকে দেখেননি বলে অভিযোগত রয়েছে।

 

ইনজেকশন দেয়ার পরে অবস্থা আরো খারাপের দিকে গেলেও ডাকাডাকি করে কোন ডাক্তার বা নার্স কাছে আসেনি বলে অভিযোগ স্বজনদের। পরে রাত সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধা রায়েজ মারা গেলে স্বজনরা চিকিৎসা অবহেলায় মৃতুর অভিযোগ তুলে হাসপাতালে উত্তেজিত হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বেশ কয়েকজনকে সাথে নিয়ে এসে নিহত মুক্তিযোদ্ধার স্বজনদের উপর হামলা চালায়। এসময় কমপক্ষে ৫জন আহত হন।

 

পরবর্তীতে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে যেতে চাইলে মরদেহ নিতে বাধা দেয় হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজিব। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

নিহতের ছেলে ইমরান বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা অবহেলায় মারা গেলেন। আর সেটা বলাতেই হাসপাতালের আরএমও ১০-১২ জন লোক নিয়ে এসে আমাদের উপর হামলা করেছে। পরে মরদেহ নিতেও বাধা দেয় তারা।” এমন ঘটনায় আরএমওসহ তার সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন তিনি।

 

এদিকে হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, তার সামনেই আবাসিক মেডিকেল অফিসার তার লোকজন নিয়ে নিহত মুক্তিযোদ্ধার স্বজনদের উপর হামলা চালায়। পরে মরদেহ নিতে বাধা দিয়েছে। তিনিও অভিযুক্ত আরএমও শাস্তি দাবী করেন এবং এঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি।

 

তবে আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম সজিব এসব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, “রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালিয়েছে। আমাদের নার্সের উপর হামলা করেছে।”

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.