বিরামপুরে মঙ্গলবার বিকেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে পাঁচ যুবককে আটক করেছে থানা পুলিশ। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঘটনাস্থলেই তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা জেলার জাহাঙ্গীর মিয়ার ছেলে নজিমুদ্দিন, একই জেলার এ এস মন্ডলের ছেলে নাজমুল হোসেন, জয়পুর হাট জেলার গণেশ কর্মকারের ছেলে দিপক কর্মকার, আক্কেলপুর উপজেলার রঘু ঘোষের ছেলে রনজিত ঘোষ এবং বিরামপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে আহসান হাবিব।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, মঙ্গলবার বিকেলে বিরামপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন করতে আসা পাঁচ যুবককে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার কালের কণ্ঠকে বলেন, বিরামপুর উপজেলা একটি সীমান্ত ঘেঁষা উপজেলা হওয়ায় মাদকের প্রভাব বেশি।