মঙ্গলবার তিনটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে।
দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের ২০১৬-১৭ সালে পাঁচটি ক্রয়ের মাধ্যমে এই তিনটি দুর্নীতির অপরাধ সংগঠিত হয়। এই অপরাধের অভিযোগে হাসপাতালের একজন প্রাক্তন ও একজন বর্তমান উপপরিচালক এবং ওই টেন্ডারের বিপরীতে তিনটি কোম্পানির মালিকসহ পাঁচজন অভিযুক্ত হয়েছেন।
মামলায় বর্তমান উপপরিচালক আবু রায়হান ছাড়াও সাবেক উপ পরিচালক ইমরান আলী ও তিন ঠিকাদারের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়। প্রায় সাড়ে তিন কোটি টাকার অতিরিক্ত দাম দেখিয়ে আত্মসাতের তথ্য প্রমাণ দেয়া হয়েছে।