‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটন’-এর দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করা হয়েছে। এ রাউন্ডের ৬টি খেলা হবে তৃতীয় রাউন্ডের দিন (৩ জুন) থেকে।
প্রতি দিনের খেলা ‘বডিলি শিফট’ হবে; অর্থ্যাৎ একদিন করে পেছাবে। কাল ২ জুন আগে থেকেই সূচিতে বিশ্রামের দিন ছিল।
রাইজিংবিডিকে মুঠোফোনে নিশ্চিত করেছেন আয়োজক সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই খেলাগুলো হবে তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন) । প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পেছাচ্ছে। অর্থ্যাৎ তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।’
২০১৯-২০ মৌসুমের স্থগিত হওয়া ঢাকা লিগের খেলার পুনরায় নতুন করে গতকাল থেকে শুরু হয়। বিশ্বকাপের কথা চিন্তা করে এবার লিগ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আন্তর্জাতিক সূচি না থাকায় জাতীয় দলের সব ক্রিকেটার এবার অংশগ্রহণ করছেন।
খেলা একদিন পিছিয়ে যাওয়ায় বড় কোনো সমস্যা হচ্ছে না। ২৪ জুন প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা। জাতীয় দল জিম্বাবুয়ে যাবে ৩১ জুন। ফলে খেলা একদিন পিছিয়ে গেলেও লিগ পুরোটা শেষ করতে পারবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
এর আগে প্রথম রাউন্ডে ৬টি খেলার ৪টিতে ফল হয়েছে। বৃষ্টিতে দুটি পণ্ড হয়। প্রত্যাশিত জয় পেয়েছেন সাকিবের মোহামেডানে, তামিমের প্রাইম ব্যাংক, মুশফিকের আবাহনী ও সোহানদের শেখ জামাল। ম্যাচ হেরেছে মাহমুদউল্লাহর গাজী গ্রুপ, পারটেক্স, খেলাঘর ও শাইনপুকুর।