আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩২ মিনিট, ১০টা ৪৭ মিনিট ও ১১টা ৩০ মিনিট ও ১১টা ৩৪ মিনিটে সিলেট অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস। তবে তাৎক্ষণিক রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা জানা যায়নি। ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের স্থায়ীত্ব কম ছিলো।
প্রথমবার ভূকম্পনের পর বাকিগুলো আফটার শক হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।